
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে আব্দুল মান্নান ভূঁইয়ার মৃত্যুবাষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব ও সাবেক শিবপুর উপজেলা পরিষদের চেয়ারমান আরিফ উল ইসলাম মৃধার সভাপতিত্বে আব্দুল মান্নান ভূঁইয়ার জীবনী নিয়ে আলোচনা করা হয়।
বিএনপি’র সাবেক মহাসচীব, চারদলীয় জোট সরকারের সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, শিবপুরের গণমানুষের নেতা, মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে । প্রখ্যাত রাজনীতিবিদ ও বীর মুক্তিযুদ্ধার, মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে । আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের নেতাকর্মী ও নরসিংদী শিবপুরের সাধারণ জনগণ, সকাল ১০ ঘটিকায় ধানুয়াস্থ সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায়, দক্ষিণ এশিয়ার কিংবদন্তী নেতা, আব্দুল মান্নার ভূঁইয়ার জীবনীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মান্নান ভূঁইয়া পরিষদের সদস্যরা।
উল্লেখ্য আব্দুল মান্নান ভূঁইয়া নরসিংদী ৩ শিবপুর আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে, চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। দীর্ঘ ১২ বছর তিনি বিএনপির মহাসচীবের দায়িত্ব পালন করেছিলেন।১/১১ সময় দলের মধ্যে সংস্কার প্রস্তাব ঘোষণা করায়, দল থেকে বহিষ্কার করে। বিএনপির চেয়ারপার্সন বেগম থালেদা জিয়া। ২০১০ সালে ২৮ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।