
শিবপুর প্রতিনিধি, নরসিংদী:
নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নে গরু চোর সিন্ডিকেটের এক সদস্যকে আটক করে শিবপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ সরকার।
গত মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান চোরকে পুলিশের কাছে সোপর্দ করেন। আটককৃত সুমন ওরফে অটো বাঘাব ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গলিকান্দা এলাকার হযরত আলীর ছেলে।
গরুর মালিক লামপুর এলাকার বাসিন্দা ইসমাইল জানান, আমার গরুটি ঈদের কিছুদিন আগে রাতের আঁধারে চুরি হয়। তারপর থেকে আমি অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। আমি নরসিংদীর বিভিন্ন সাপ্তাহিক গরুর হাঁটে গিয়ে খোঁজ খবর নিতে থাকি। আজকে (১৮ জুলাই) হঠাৎ রায়পুরার রাধাগঞ্জ বাজারে গিয়ে আমার গরুটি দেখতে পাই। তারপর চোর আমাকে হুমকি ধমকি দিয়ে পালিয়ে যায়। তখন আমি আমাদের বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকারকে ফোনে দ্রুত জানাই। জানানোর পর চোরকে তিনি ধরে এনে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ সরকার বলেন, আমি খবর পেয়ে দ্রুত রাধাগঞ্জ বাজারে যাই। গিয়ে চোর সুমন ওরফে অটোকে পাইনি। সে আমি যাওয়ার আগেই পালিয়ে যায়। তবে চোরের পিতা হযরত আলীকে ঘটনাস্থলে পাই। তারপর বিভিন্ন কৌশলে গরু চোর সুমন ওরফে আটকে ধরে পুলিশে সোপর্দ করেছি।