Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / শের ই বাংলা মেডিকেলে শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

শের ই বাংলা মেডিকেলে শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

February 20, 2025 06:22:15 PM   অনলাইন ডেস্ক
শের ই বাংলা মেডিকেলে শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজে শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করে। এর আগে ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, কলেজের ৩৩৪টি শিক্ষক পদের বিপরীতে বর্তমানে ১৬১ জন শিক্ষক কর্মরত থাকায় ১৭৩টি পদ শূন্য রয়েছে। এতে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তারা অভিযোগ করে বলেন, প্রাথমিকভাবে কিছু পদে অনভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে, যা শিক্ষার মান আরও নিচে নামিয়েছে।

গত সোমবার থেকে আন্দোলন শুরু হলেও দাবি উপেক্ষিত থাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন। আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘‘অভিজ্ঞ শিক্ষকদের বদলে অল্প অভিজ্ঞ চিকিৎসকদের নিয়োগ প্রহসনের শামিল। এতে আমাদের পড়াশোনায় ব্যাপক সমস্যা হচ্ছে।’’

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা একটি প্রজ্ঞাপনে অগ্নিসংযোগ করে ক্ষোভ প্রকাশ করেন। তাদের বক্তব্য, শিক্ষকের শূন্যপদ পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।