
পাবনা প্রতিনিধি:
শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে পালন করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী। বুধবার বেলা ১১ টায় একটি আনন্দ র্যালী কর্মকারপাড়া মাতৃ মন্দির থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট হয়ে ঠাকুরবাড়ি এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দু সরকার , ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক মালিথা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঈশ্বরদী উপজেলা সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারন সম্পাদক তাপস কুমার সাহা প্রমুখ। শ্রীকৃষ্ণের জন্মদিনে সকলেই বিশ্ব শান্তির প্রত্যাশা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঈশ্বরদী পৌর কমিটির সভাপতি প্রশান্ত কুমার কুন্ড, সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি আশুতোষ কুমার পাল, সাধারণ সম্পাদক দেব দুলাল রায়, সুমন দাস, গোবিন্দ চৌধুরী, সুমন সাহা, বারোয়ারী আহবায়ক কমিটির আহ্বায়ক উদয় নাথ লাহিড়ী, সদস্য সচিব সমর কর্মকার, সাধন কুন্ডু, খোকন কুন্ডু, হ্যাপি গুপ্তা, দীপ্ত কুণ্ড, অপু দে, বিকি আগারওয়াল,রিপন কর্মকার,সঞ্জু রায়,গোপাল কর্মকার , উত্তম সাহাসহ আরো অনেকে।