Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে অসহায় প্রতিবন্ধীর বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল প্রভাবশালীরা, গ্রেফতার ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্...

শ্রীপুরে অসহায় প্রতিবন্ধীর বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল প্রভাবশালীরা, গ্রেফতার ২

March 24, 2024 08:46:07 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে অসহায় প্রতিবন্ধীর বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল প্রভাবশালীরা, গ্রেফতার ২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ষাটোর্ধ এক প্রতিবন্ধী বৃদ্ধ ও তার স্ত্রীকে জোরপূর্বক ঘর থেকে বের করে দিয়ে বসতবাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে অপর প্রভাবশালী প্রতিবেশী। এ ঘটনার সাথে জরিত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে ওই ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রতিবন্ধী লাল মিয়া উপজেলা বাঁশবাড়ি গ্রামের মৃত রহমান আলীর ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। অভিযুক্ত প্রভাবশালী সিরাজুল ইসলাম একই গ্রামের মৃত মনসুল আলীর ছেলে।

প্রতিবন্ধী লাল মিয়ার স্ত্রী রাহেলা বেগম বলেন, সকাল বেলা সিরাজুল তার লোকজন নিয়ে এসে আমার স্বামীকে জোরপূর্বক টেনে-হেঁচড়ে  বাড়ির বাইরে ফেলে রেখে আমাদের  বসতবাড়ি ভাংচুর শুরু করে। এরপর আমি তাদের হাতেপায়ে ধরে বসতবাড়ি না ভাঙার জন্য  অনুরোধ করি। কিন্তু ওঁরা থামেনি। আমি মানুষের বাড়িতে কাজ করে বসতবাড়ির এই মাথাগোঁজার ঠাঁইটুকু কিনেছি। কিন্তু ওঁরা আজ আমাকে রাস্তায় বসিয়ে দিলো। আমি অসুস্থ স্বামীকে নিয়ে কোথায় থাকবো কি করবো। সিরাজুল প্রভাবশালী তাই আজ আমাদের রাস্তায় বসিয়ে দিল, আমি এর বিচার চাই। আপনারা আমার বিষয়টি দেখেন আমার প্রতিবন্ধী স্বামী বাগানের ভেতর পড়ে রয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. আকবর আলী খান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

এদিকে রবিবার (২৪মার্চ) ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী লাল মিয়ার ছেলে রাসেল বাদী হয়ে ৫ জনের নামে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল মামুন শনিবার রাতে ঘটনাস্হল পরিদর্শন করে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে অসহায় প্রতিবন্দী পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে এসেছি।  স্থানীয় ইউপি চেয়ারম্যান  ও সদস্যকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি খোঁজ খবর রাখার জন্য বলা হয়েছে।

তিনি আরও জানান,  সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারকে বসত বাড়ি তৈরীর জন্য সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি।