
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে দুষ্কৃতিকারী কর্তৃক পুড়িয়ে দেওয়া মাওনা হাইওয়ে থানা নিজ উদ্যোগে পরিচ্ছন্ন করলেন শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী।
গত ৩ আগস্ট এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুষ্কৃতিকারীরা গাজীপুর রিজিয়নের মাওনা হাইওয়ে থানার চার তলা ভবনটি ভাঙচুরের পর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ সময় থানার সীমানা প্রাচীরের মধ্যে পুলিশের দুটি গাড়িসহ মামলার আলামতের বিভিন্ন বাস,সিএনজি, মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা।
বিল্লাল হোসেন বেপারী জানান, মাওনা হাইওয়ে থানার চার তলা ভবনের সবকটি কক্ষ সহ গাড়ি গুলি পুড়িয়ে দেওয়ার পর ওইদিন রাত থেকেই তার এলাকাবাসীর লোক দিয়ে পাহারা দিয়ে রাখেন পরে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম মাহবুব মোর্শেদের অনুরোধ পুলিশের বসবাসের পরিবেশ করার লক্ষ্যে ৮ আগস্ট বৃহস্পতিবার তার নিজ উদ্যোগে শতাধিক লোক দিয়ে পরিচ্ছন্ন কাজ শুরু করেন।
বিল্লাল হোসেন বেপারী আরো জানান, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে চার তলা ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পরিচ্ছন্ন কাজ সম্পন্ন করতে তিন চারদিন লাগতে পারে।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এসএ মাহবুব মোরশেদ জানান, মাওনা হাইওয়ে থানা ভবনটি ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। এই মুহূর্তে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে পুলিশের অস্ত্র এবং বসার প্রয়োজনে বিল্লাল হোসেন বেপারীকে থানা ভবনটি পরিচ্ছন্ন করার অনুরোধ জানালে, তিনি নিজ উদ্যোগে এ পরিচ্ছন্ন কাজটি করার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।