
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় আগুনে একটি মার্কেটের ৫ দোকান পুড়ে ছাই হয়েছে।এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
মঙ্গলবার রাত পনে ১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা মধ্যেপাড়া আজিজ সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে দোকানিরা সবাই যখন দোকান বন্ধ করে বাড়ি যায় তখন এ আগুন লাগার ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা শ্রীপুর ফায়ার সাভির্সের খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।কিন্তু ততক্ষণে ৩টি মুদি দোকান, ১টি চায়ের দোকান ও একটি ফার্নিচারের দোকানের কাঠ, টিভি ও আসবাবপত্রসহ দোকানের সব মালামাল ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন,জানান, খবর পেয়ে রাত দেড় টার দিকে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মী ও স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে টিন শেড দোকান হওয়ায় প্রায় ৪লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি।