Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় পৌর বিএনপি নেতা আহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় পৌর বিএনপি নেতা আহত

September 18, 2024 09:18:18 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় পৌর বিএনপি নেতা আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় পৌর বিএনপির সহ-সভাপতি আফাজ মোল্লাসহ ৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌর সভার ভাংনাহাটি গ্রামের মোল্লাপাড়া এলাকায় পশ্চিম বাংনাধহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত আফাজ মোল্লার বড় ভাই হেলাল মোল্লা বাদী হয়ে শ্রীপুর থানায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

আফাজ মোল্লা জানান, প্রতিবেশী ওয়াদুদ মোল্লা গংদের সঙ্গে দীর্ঘদিন যাবত তাদের বিরোধ চলছিল। বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে শ্রীপুর যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে ওয়াদুদ মোল্লা ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালিয়ে আফাজ মোল্লার মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। তাকে রক্ষার্থে এগিয়ে আসলে মুনছুর আলম বাবুল, তোফাজ্জল হোসেন, মোন্তাজ উদ্দিন মোল্লা, ফরহাদ মিয়াকেও কুপিয়ে মারাত্মক আহত করে।

থানায় অভিযোগ দায়ের করার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।