Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ট্রেন থামিয়ে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ট্রেন থামিয়ে মানববন্ধন

September 09, 2024 08:01:34 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ট্রেন থামিয়ে মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকে রেখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শ্রেণি-পেশার শত-শত মানুষ। এতে করে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সব ধরনের ট্রেন চলাচল ২ ঘণ্টা বন্ধ ছিল।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার শ্রীপুর রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শত শত এলাকাবাসী। তাতে যোগ দিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।

মানববন্ধনে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য জুবায়ের হোসেন বলেন, "বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে নিঃসন্দেহে শ্রীপুর একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এই উপজেলার মানুষ ট্রেন যোগে সহজ যাতায়াতের জন্য আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির জন্য আন্দোলন করে আসছে বহু বছর যাবৎ। কিন্তু কর্তৃপক্ষের আশ্বাস মিলছে না। আমরা চাই গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে সব ধরনের আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি দেওয়া হোক। আজ দেখেন মানববন্ধনে অংশ নিয়েছে সকল শ্রেণি-পেশার শত শত মানুষ।"

মানববন্ধনে অংশ নেওয়া দৈনিক ইনকিলাবের শ্রীপুর প্রতিনিধি সাংবাদিক আব্দুল মতিন বলেন, "শ্রীপুর উপজেলার ব্যবসায়ী, শ্রমজীবী, চাকরিজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ ঢাকামুখী হয়ে থাকে। গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি হলে আমাদের সকলের ভোগান্তি কমে যাবে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।"

শ্রীপুর বাজারের ব্যবসায়ী আমানউল্লাহ বলেন, "আমরা ব্যবসায়ীসহ সকল পেশার মানুষ দীর্ঘ বছর যাবৎ দাবি জানিয়ে আসছি শ্রীপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর সকল ট্রেনের যাত্রা বিরতির জন্য। কিন্তু আমাদের দাবির প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাই আজ ট্রেন আটকে মানববন্ধনে নেমেছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাব।"

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, "সকাল সাড়ে ১০টা থেকে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশনে আটকে রেখে স্থানীয়রা সব ধরনের আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে আন্দোলন করছে। বিষয়টি বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।"