Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে ইউপি চেয়ারম্যানদের অপসারণের দাবিতে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে ইউপি চেয়ারম্যানদের অপসারণের দাবিতে মানববন্ধন

August 21, 2024 05:49:09 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে ইউপি চেয়ারম্যানদের অপসারণের দাবিতে মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরে শ্রীপুরে বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বৈরাচার সরকারের সময়ে ভোট চুরি করে অবৈধ ভাবে  নির্বাচিত চেয়ারম্যানদের অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বৈষম্য বিরোধী  ছাত্র জনতা ।

বুধবার(২১আগস্ট) দুপুরে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী অবৈধ সরকারের অধীনে  ইউপি নির্বাচনে ভোট চুরি করে চেয়ারম্যান ও মেম্বার  নির্বাচিত হয়েছিলেন তারা। অবৈধভাবে  নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম-দুর্নীতি করে সাধারণ মানুষদের মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করেছেন। সাধারণ মানুষের ভাতার কার্ডে টাকা নেওয়া, চাঁদাবাজি, জমি দখলের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অবৈধ চেয়ারম্যান ও ইউপি সদস্যরা পদত্যাগ না করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপস্থিত ছাত্র-জনতা।

এ সময় বক্তব্য দেন ছাত্র স্থানীয় সমন্বয় সিয়াম শেখ, রিজভী, নায়িম শেখ, নয়ন মাহমুদ, কিফাত মড়ল, মারুফ খান, শাহরিয়ার আবেদিন প্রমুখ।