Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ইউপি চেয়ারম্যানদের আত্মগোপনে ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইউপি চেয়ারম্যানদের আত্মগোপনে ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা

September 02, 2024 12:08:06 PM   উপজেলা প্রতিনিধি
ইউপি চেয়ারম্যানদের আত্মগোপনে ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর গাজীপুরের শ্রীপুরে ৪টি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে আছেন, ফলে প্রয়োজনীয় সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছে সেবা প্রত্যাশীরা।

গত ৫ আগস্ট থেকে উপজেলার ১নং মাওনা ইউনিয়ন, ২নং গাজীপুর ইউনিয়ন, ৩নং কাওরাইদ ইউনিয়ন এবং ৫নং গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ আত্মগোপনে আছেন। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে প্রহসনের নির্বাচনে ইউনিয়ন পরিষদে বসেছিলেন তারা।
দুর্নীতি, স্বজনপ্রীতি সহ নানা অভিযোগের কারণে আওয়ামী লীগ সমর্থিত এই চেয়ারম্যানগণ এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

এসকল ইউনিয়ন পরিষদ ভবনগুলো তালাবদ্ধ থাকার কারণে জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশিয়ান সনদ, এবং ট্রেড লাইসেন্স সহ নানা রকম প্রয়োজনীয় সেবা পাচ্ছে না সেবা প্রত্যাশীরা। প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু চেয়ারম্যানদের দেখা মিলছে না। এতে করে দৈনন্দিন জীবনের নানা কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটছে এবং ভোগান্তির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা।

সেবা নিতে আসা বেশ কয়েকজন জানান, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা এসে অপেক্ষা করছেন, তবুও চেয়ারম্যান বা মেম্বারের দেখা নেই।

রবিবার (১ সেপ্টেম্বর) উপজেলার ১নং মাওনা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় ইউপি ভবনের সবকটি রুম তালাবদ্ধ। সেবা প্রার্থী ৮-১০ জন বসে আছেন বারান্দায়।

বেশকিছু ইউনিয়ন পরিষদে গিয়ে ১/২টি ছাড়া প্রায় ইউনিয়ন পরিষদগুলো তালাবদ্ধ একই চিত্র দেখা যায়। তবে কিছু ইউনিয়ন পরিষদে উদ্যোক্তারা উপস্থিত থাকলেও চেয়ারম্যান-মেম্বারের স্বাক্ষরের জন্য ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা প্রার্থীদের। তবে কিছু কিছু ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার আত্মগোপনে থেকেও জনসাধারণকে সেবা দিচ্ছেন বলেও জানা গেছে।

ইউনিয়ন পরিষদগুলোতে জন্মনিবন্ধন, নাগরিক সনদ ও ট্রেড লাইসেন্স করতে আসা বেশ কয়েকজন জানান, সকাল সাড়ে ১০টা ১১টায় তারা এসে অপেক্ষা করছেন, তবুও চেয়ারম্যান বা মেম্বারের দেখা নেই।

এসময় স্থানীয় জনসাধারণ অভিযোগ করে বলেন, গত (৫ আগস্ট) সোমবার দুপুরের পর থেকে জনপ্রতিনিধিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকজন প্রতিদিন এভাবে ঘণ্টার পর ঘণ্টা বসে অপেক্ষা করেও সেবা পাচ্ছে না।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারের সাথে মুঠোফোনে কথা হয়। তারা জানান, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই ইউনিয়ন পরিষদে গিয়ে সেবা প্রার্থীদের পুরোপুরি সেবা দেবেন তারা।

এ ব্যাপারে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে জনগণের সেবা নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।