
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডের মামলায় ইউপি সদস্য ও যুবলীগের নেতা রোমাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ
বুধবার(০৪ ডিসেম্বর) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ফকির মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত রোমাজুল ইসলাম উপজেলার নগরহাওলা গ্রামের মৃত রহম আলীর ছেলে।তিনি গাজীপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ জয়নাল আবেদীন মণ্ডল জানান, রোমাজুল ইসলামের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।