Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে ইনক্রিমেন্ট ও ভারতের কর্মকর্তাদের অপসারণের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

শ্রীপুরে ইনক্রিমেন্ট ও ভারতের কর্মকর্তাদের অপসারণের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

September 04, 2024 08:33:02 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে ইনক্রিমেন্ট ও ভারতের কর্মকর্তাদের অপসারণের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে আরএকে সিরামিকে প্রতি বছর ইনক্রিমেন্টের টাকা ও ভারতীয় কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ করছে কারখানার শ্রমিকরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টায় উপজেলার ধনুয়া এলাকায় আরএকে সিরামিকের থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। সকাল ৭টায় তারা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী একটি দল ঘটনাস্থলে এসে আন্দোলন শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দাবি পূরণে আশ্বস্ত করলে বেলা ১১টায় যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকায় আরএকে সিরামিক বিডি লিমিটেডের শ্রমিকরা বুধবার সকাল থেকে ১০টি দাবি জানিয়ে আন্দোলন করে আসছে কারখানার শ্রমিকরা। ভারতীয় কর্মকর্তাদের অপসারণ, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক কর্মচারী নিয়োগ, প্রতি বছর ইনক্রিমেন্ট নিশ্চিত করাসহ ১০টি দাবি জানানো হয়েছে। শ্রমিকরা জানান, কোন বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের তাদের মূল্যায়ন করেন না, ভাল কোন প্রতিক্রিয়াও তাদের কাছ থেকে পাওয়া যায়না। তারা দায়িত্বে আসার পর আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শ্রমিক ও বাংলাদেশী কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়না। এছাড়াও বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মান সম্মত বেতন ও ইনক্রিমেন্ট নিশ্চিতসহ ১০টি দাবি জানান হয়েছে। বিষয়টি নিয়ে গত ফেব্রুয়ারি  মাসে থেকে একাধিকবার কোম্পানী প্রধান নির্বাহী কর্মকর্তাসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কোন সমাধানে আসেননি।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর শ্রীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আজিজুল হক জানান, বুধবার সকাল থেকেই কয়েকটি শিল্প প্রতিষ্ঠানে আন্দোলন করছিল শ্রমিকরা। পরে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা করে দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বেলা ১১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশে যান চলাচল পুরো দমেই স্বাভাবিক হয়েছে।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন,আমরা শ্রমিকদের একটি দাবি বাদে সব কয়টি দাবি মেনে নিয়েছি। প্রথম দাবির জন্য আমরা উদ্বোধন ম্যানেজমেন্ট দুবাইয়ে কথা বলে অতি শীঘ্রই তাদেরকে জানিয়ে দিব।