
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষায় উপজেলার সেরা ফল অর্জন করেছে আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজ। তিনটি শাখায় অংশগ্রহণকারী ১২৬ জন শিক্ষর্থীর মধ্যে সকলেই উত্তির্ণ হয়েছে। উপজেলার সেরা ফল অর্জণ করায় আনন্দের জোয়ার বইছে শিক্ষার্থীদের মাঝে।
জানা যায়, চলতি বছর ওই স্কুল থেকে ১২৬জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন হরে। এর মধ্যে ব্যবসা শিক্ষা শাখায় ১৯জর, মানবিক শাখায় ২৯ জন এবং বিজ্ঞান শাখায় ৭৮জন। শুক্রবার প্রকাশিত ফল অনুয়ায়ী ১২৬জন শিক্ষার্থ কৃতিত্ত পূর্ণ ফল লাভ করে। এদের মধ্যে ব্যবসা শিক্ষা শাখায় ৯জন, মানবিক শাখায় ১১জন এবং বিজ্ঞান শাখায় ৬৪জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান জানান, প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীর দক্ষ পাঠদান শিক্ষার্থীদের প্রচেষ্টা এবং অভিবাবক গনের সহায়তায় সন্তুষ জনক ফল অর্জণ করা সম্ভব হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমীন বলেন, আবেদআলী গার্লস স্কুল বরাবরই এসএসসি পরীক্ষায় কৃতিত্ত পূর্ণ ফল অর্জন করে। এবারো তার ব্যতিক্রম হয়নি। ১২৬জন শিক্ষার্থীর শতভাগ পাশের সাথে জিপিএ ৫ পেয়েছে ৮৪জন।