
গাজীপুরের শ্রীপুরে গোবর ফেলার গর্তে পড়ে সাজ্জাত(২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাত শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকার স্হানীয় ব্যবসায়ী আকতার মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকায় বাড়ির পাশে গোবর ফেলার গর্তে কোনো এক সময় সাজ্জাত পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে পায় না। একপর্যায়ে বাড়ির পাশে ওই স্থানে গিয়ে গর্তে থেকে শিশুর মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, বাড়ির পাশে দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় একটি গভীর গর্ত করে রাখা হয়েছে। এতে ফেলা হতো গরুর গোবর।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্জামান জানান, শিশু মৃত্যুর বিষয়ে আমাদের জানা নেই। তবে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।