Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে গ্রেপ্তার হওয়া আসামি ছিনিয়ে নিল সন্ত্রাসীরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে গ্রেপ্তার হওয়া আসামি ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

February 01, 2025 07:37:12 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে গ্রেপ্তার হওয়া আসামি ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে গ্রেফতার করা আসামি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বেতজুরী গ্রামে। একটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করে পুলিশ। গাড়িতে তুলার সময় আসামির স্বজনরা পুলিশের উপর সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীরা গ্রেফতারকৃত আসামি মনিকাকে (৩০) ছিনিয়ে নেয়।

হামলায় শ্রীপুর থানার নারী কনস্টেবল রুবিয়া খাতুন, গাজীপুর সদরের বাঘের বাজার গ্রামের মনিরা বেগম (৩৫), উপজেলার বেতজুরী গ্রামের হোসনে আরা বেগম (৬০), মীম (২০), অজ্ঞাত সিএনজি চালক (৪০) আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত হোসনে আরাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মামলার বাদী মনিরা বেগম জানান, বেতজুরী গ্রামের মনিকা ও তার স্বামী দেলোয়ারের বিরুদ্ধে আদালতে সিআর মামলা করেছেন। ওই মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মনিকা। শনিবার দুপুরে আসামি মনিকা বাড়িতে আছেন, এমন সংবাদ পেয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমান ও সাথে দু’জন কনস্টেবল নিয়ে আসামির বাড়িতে অভিযান চালান। মনিকাকে গ্রেফতার করে সিএনজিতে তুলছিল পুলিশ।

এসময় মনিকার স্বামী দেলোয়ার, ভাই সাইদ, আনোয়ারসহ অন্তত ৮ থেকে ১০ জন সন্ত্রাসী পুলিশের উপর হামলা চালায়। হামলাকারীরা এলোপাথারি পিটিয়ে আমাকে সহ পাঁচ জনকে আহত করে। ভাঙচুর করে পুলিশের সিএনজি। ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা আসামি মনিকাকে ছিনিয়ে নিয়ে যায়।

শ্রীপুর থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মনিকাকে গ্রেফতার করতে ওই বাড়িতে অভিযান চালাই। আসামি মনিকাকে গ্রেফতার করে সিএনজিতে তুলার সময় আসামির স্বামী দেলোয়ার ও ভাই সাইদ ধরধর ডাকাত বলে ডাক দেয়। এ সময় সকল হামলাকারী আমাদের উপর লাঠি সোটা নিয়ে হামলা চালায়। কনস্টেবল রুবিয়াকে ধাক্কা মেরে আসামি মনিকাকে ছিনিয়ে নেয়। আমরা কোনভাবে প্রাণে বেঁচে ফিরি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাছরিন জাহান জানান, দুপুর দুইটার দিকে আহতদের হাসপাতালে আনা হয়। গুরুতর আহত হোসনে আরাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শ্রীপুর থানার পরিদর্শক মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, হামলা করে আসামি ছিনতাইয়ের খবর পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।