
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন দুই ভাতিজার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার (১৪ মে) বিকেলে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের নিজ বাসভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আব্দুল হামিদের ছেলে আবুল হোসেন।
তিনি জানান, তার ছোট ভাই রাসেল আহমেদ মিয়া পারিবারিক জমিজমা নিয়ে চলমান বিরোধের জেরে প্রথমে শ্রীপুর থানায় এবং পরবর্তীতে গাজীপুর আদালতে তার দুই ছেলে ওমর ফারুক ও দেলোয়ার হোসেনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আবুল হোসেন বলেন, "রাসেল মিথ্যা তথ্য দিয়ে আমার দুই ছেলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পত্রিকায় অপপ্রচার চালিয়ে তাদের সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। এটি একটি পরিকল্পিত হয়রানি। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।"
সংবাদ সম্মেলনে উপস্থিত আবুল হোসেনের দুই ছেলে ওমর ফারুক ও দেলোয়ার হোসেন বলেন, তারা স্থানীয়ভাবে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। তারা অভিযোগ করেন, তাদের চাচা রাসেল আহমেদ মিয়া ব্যাংক ঋণে দেউলিয়া হয়ে পড়েছেন এবং বর্তমানে তাদের দখলে থাকা জমি বিক্রি করতে চাচ্ছেন। এ উদ্দেশ্যে তারা যেন বাধা না দেন, সে জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।
তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে আইনগত সহায়তা চান।