
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ১১দিন পর গজারি বনের ভেতর থেকে ষাটোর্ধ নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা বনের ভেতর ঝড়াপাতা কুড়াতে গিয়ে ওই নারীর অর্ধগলিত মরদেহ দেখে পেয়ে স্থানীয়দের খবর দেয়। খবর পেয়ে ওই নারীর স্বজনরা এসে কাপড় থেকে মৃতদেহ সনাক্ত করে।
শুক্রবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের মন্ডলের মোড় এলাকার পাশের জঙ্গলের ভেতর থেকে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। নিহত নারী মনোয়ারা বেগম (৬০) গাজীপুর সদর উপজেলার পিরুজালী ময়তাপাড়া গ্রামের আব্দুর রবের স্ত্রী।
নিহতের ছেলে মো. জসিমউদ্দিন সাগর বলেন, গত ১৩ মার্চ সকাল দশটার দিকে তার মা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর আশপাশের সকল আত্নীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে তার কোন সন্ধান পায়নি। এরপর গত কয়েকদিন যাবৎ এলাকায় মাইকিং করে অনেক খোঁজা খোঁজি করেও কোন সন্ধান পায়নি। শুক্রবার দুপুরে পাশ্ববর্তী শ্রীপুর উপজেলার দক্ষিণ বারতোপা গ্রামের গজারী বনের ভেতর মরদেহ পড়ে রয়েছে এমন খবরে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে মায়ের কাপড়চোপড় দেখে অর্ধগলিত মরদেহ সনাক্ত করি।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই রৌশন আলী অর্ধগলিত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গভীর গজারী বনের ভেতর থেকে ষাটোর্ধ নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মরদেহটি শিয়াল কুকুরে খেয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। মরদেহের পাশে ষাটোর্ধ নারীর কাপড় ও ব্লাউজ দেখে মরদেহটি তার ছেলে সনাক্ত করে। এঘটনায় জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিহতের ছেলে। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।