
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরে শ্রীপুরে পাওয়ার এলিভেন ক্রিকেট ক্লাবের উদ্যোগে হত দরিদ্রদের মধ্যে ইফতার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) শেষ বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তা জলবিলাস ফুট অ্যান্ড পার্টি সেন্টারে ‘মাওনা চৌরাস্তা পাওয়ার এলিভেন ক্রিকেট ক্লাবের' উদ্যোগে হতদরিদ্রদের মধ্যে ইফতার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাওয়ার এলিভেন ক্রিকেট ক্লাবের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া ও সহ-সভাপতি কাজল ফকিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল মালেক, মহিউদ্দিন আহমেদ, মো. উজ্জ্বল মিয়া, শ্রীপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি জসীমউদ্দীন, ইয়ুথ ক্লাবের সভাপতি মওলানা সাকিব ও মেহেদী প্রমুখ।
এর আগে সংগঠনের পক্ষ থেকে রাস্তায় দাঁড়িয়ে হতদরিদ্র, রিক্সাচালক ও অসহায় পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।