
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুক্তারুল করিম শামীমসহ ৭ বিএনপি নেতাকর্মীর ওপর মাওনা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনের লালিত সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা ও ৪টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে সভা করেছে মাওনা ইউনিয়ন বিএনপি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সাড়ে ১১টার সময় বারতোপা বাজারে মাওনা ইউনিয়ন পরিষদের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মাওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক, উপদেষ্টা মণ্ডলীর সদস্য জহিরুল ইসলাম কাজল, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলহাস উদ্দিন সরকার, রফিকুল ইসলাম সুরুজ, খাইরজ্জামান লিখন।
বক্তারা বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রহসনের নির্বাচনের চেয়ারম্যানের লালিত সন্ত্রাসীরা বিএনপির নিবেদিত নেতাদের হত্যার উদ্দেশ্যে মারপিট করেছে। তাই সন্ত্রাসী চেয়ারম্যানকে পরিষদে আসতে দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। তারা ওই চেয়ারম্যান ও তার লালিত সন্ত্রাসীদের গ্রেফতারেরও দাবি জানান।