
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রের মৃত্যু।
বুধবার(০৪ ডিসেম্বর ) সকালে উপজেলার টেংরা টু জৈনা বাজার আঞ্চলিক সড়কের দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে মোটরসাইকেল চালক সাব্বির হোসেন(১৬) ঘটনাস্হলেই নিহত হয়।
নিহত স্কুলছাত্র সাব্বির হোসেন উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসাহারা গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে। সে স্থানীয় নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সকালে দুই বন্ধু সাব্বির হোসেন ও আদিল মোটরসাইকেল যোগে পাশের গ্রামে খেজুরের রস খেতে রওনা হয়। তাদের মোটরসাইকেলটি জৈনা বাজার টু টেংরা আঞ্চলিক সড়কের চায়না কোম্পানি এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক সাব্বির হোসেন মারা যায়। গুরুতর আহত হয় অপর বন্ধু মোটরসাইকেল আরোহী আদিল।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।