Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে ম্যাট্রেস কারখানার গুদামে আগুন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে ম্যাট্রেস কারখানার গুদামে আগুন

November 28, 2024 05:48:50 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে ম্যাট্রেস কারখানার গুদামে আগুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে একটি ম্যাট্রেস কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তার একটি পাঁচতলা ভবনের নিচতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার মালিক পারভেজ মিয়া জানান, বেলা ১১টার সময় আকস্মিকভাবে গুদামে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং গুদামে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। আগুনের প্রকোপ বাড়ায়, স্থানীয়রা চেষ্টা করলেও তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি।

ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও কী পরিমাণ মালামাল পুড়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনও জানা যায়নি।

মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহামুদুল হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।