Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে যুবদল নেতার বাড়ি দখল ও অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে যুবদল নেতার বাড়ি দখল ও অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন

September 25, 2024 07:08:37 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে যুবদল নেতার বাড়ি দখল ও অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ৫তলা বাড়ি দখল, লুটপাট, ভাঙচুর, মারপিট এবং এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

বুধবার  (২৫ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে ভুক্তভোগী বাড়ির মালিকের স্ত্রী ও মামলায় হয়রানির শিকার স্থানীয় এলাকাবাসী  মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার পক্ষ থেকে শ্রীপুর থানায় একটি অভিযোগও দেওয়া হয়েছে।

মানববন্ধনের অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক কবির তালুকদারের স্ত্রী  রহিমা আক্তার বলেন, যুবদল নেতা সেলিম আহমেদ তার গুন্ডা বাহিনী  মিলে মাওনা চৌরাস্তায় আমাদের ক্রয়কৃত জমিতে নির্মিত  পাঁচ তলা বাড়িটি দখল করে নিয়েছে।

রহিমা আক্তার আরো বলেন, বাড়ীটি নির্মানের করার সময় আমার স্বামী ওয়ান ব্যাংকে বাড়ীটি বন্ধক দিয়ে ১ কোটি ৫ লাখ  টাকার ঋণ  গ্রহন করে। গত মাসে আমাদের বাড়ীর ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখাইয়া ভাড়াটিয়াদের নিকট হতে বাড়ী ভাড়া তুলে নিয়া যায়। ফলে আমরা ব্যাংকের কিস্তি সঠিক ভাবে দিতে পারছি না।

মানববন্ধনে অংশগ্রহনকারী  শিক্ষার্থী  নাদিম বলেন, যুবদল নেতা সেলিম তার ক্ষমতার দাপুটে আমাকেসহ এলাকার ২০/২৫ জন শিক্ষার্থীর নামে  হয়রানি মূলক মামলা  দিয়ে ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায় করছে। তার ভয়ে আমরা স্কুলে কলেজে যেতে পারছি না।  আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি।

অপর ভুক্তভোগী সেলিমের আপন চাচাতো ভাই সোহাগ বলেন, সেলিম আমার আপন চাচাতো ভাই। শেখ হাসিনা পদত্যাগের পর সে আমিসহ এলাকার বিভিন্ন মানুষকে হামকি দমকি  ও মামলার ভয় দেখিয়ে টাকাআদায় করছে। আমরা তার বিচারের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে অংশগ্রহণকারী বলেন,শ্রীপুর পৌর যুবদল নেতা সেলিম ও তার লোকজন এলাকার মানুষকে জিম্মি করে ফেলেছে। প্রকাশ্যে মারধর, বাড়ি দখল বাড়ি লুট ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন তারা। মূলত পুলিশের নিস্ক্রিয়তার সুযোগে তারা এসব করছে। এলাকার মানুষ সেলিম বাহিনীর অর্থসহ থেকে মুক্তি চায়।