Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে সেনাবাহিনীর মতবিনিময় সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে সেনাবাহিনীর মতবিনিময় সভা

August 15, 2024 10:38:55 AM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে  সেনাবাহিনীর মতবিনিময় সভা

 

গাজীপুরের শ্রীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার(১৪ আগস্ট) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ ক্ষণিকা সভাকক্ষে এ মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা'র সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন  ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমতিয়াজ আহমেদ আসিক।

বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল- মামুন , শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম,শ্রীপুর উপজেলায় বিএনপির সভাপতি শাহজাহান ফকির,শ্রীপুর বিএনপি'র সাবেক সভাপতি আব্দুল মোতালেব,শ্রীপুর বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,শ্রীপুর বিএনপি সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার,শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী,শ্রীপুর উপজেলা জামায়েত ইসলামীর আমীর নূরুল ইসলাম, সাংবাদিক আব্দুল মালেক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শ্রীপুর শাখার সিফাত উল্লাহ ফকির প্রমুখ।

এ সময় ক্যাপ্টেন ইমতিয়াজ আহমেদ আসিক বলেন, আগামীর বাংলাদেশ একটি স্বচ্ছ, জবাবদিহি ও  সম্পূর্ণ গণতান্ত্রিক কাঠামোতে আনতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।  এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলকে কাজ করার আহ্বান জানান তিনি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করে যাচ্ছি। কেউ যদি কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।