Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা

March 24, 2024 08:42:48 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা

আব্দুল্লাহ তারেক রানা:
গাজীপুরের শ্রীপুরে  শ্রীপুর কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসি আকবর আলি খানের  মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 
বোববার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় শ্রীপুর মডেল থানায় অফিস কক্ষে এ মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে শ্রীপুর উপজেলার সামগ্রীক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

নবাগত ওসি আকবর আলি খান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পন। সাংবাদিকদের সঠিক তথ্যের মধ্যে সংবাদ প্রকাশ করলে পুলিশের কাজ করতে অনেক সুবিধা হয়। পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে আমরা উভয়েই কাজ করছি। আপনাদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই কাজ করা হবে। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, কিশোর গ্যাং সহ সব অপরাধ কমে যাবে। এ সময় সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের আব্দুল মালেক, দৈনিক আমাদের সময়ের আব্দুল লতিফ,  সমকালের ইজাজ আহমেদ মিলন, প্রথম আলোর সাদেক মৃধা, কালের কণ্ঠের শাহীন আকন্দ, দেশ রূপান্তরের রেজাউল করিম সোহাগ, এশিয়ান টিভির কবির সরকার যমুনা টিভির হোসেন আলী বাবু, আজকের পত্রিকার রাতুল মন্ডল, ভোরের ডাকের কাজী আক্তার, দৈনিক আনন্দ বাজার পত্রিকার টিআই সানি, দৈনিক বর্তমান পত্রিকার শাহাদত হোসাইন,  প্রতিদিনের সংবাদ আশরাফুল ইসলাম, দৈনিক জনতার উজ্জ্বল মিয়া,  আলোকিত বাংলাদেশের মোশারফ হোসেন তজু,ভোরের দর্পণের এমদাদুল হক, নয় শতাব্দীর নযঈনুল ইসলাম সজীব, স্বাধীন মতের সুমন গাজী, বাংলাদেশ সমাচারের রমজান আলী রুবেলসহ শ্রীপুর কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।