
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে জামায়াতে ইসলামী কর্তৃক বিগত বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ৮ পরিবারের সদস্যদের জন্য দুই লাখ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) বিকেলে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা বেগম আয়েশা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি আ ন ম শামসুল ইসলাম বলেন, ছাত্র জনতার এই আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে বর্তমান সরকার পরাজিত হয়েছে এবং বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে। তিনি সকলকে স্বাধীনতা রক্ষায় সতর্ক থাকতে এবং সঠিক পথে এগিয়ে যেতে আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আমির জাহাঙ্গীর আলম, সেক্রেটারি শফিউদ্দিন আহমেদ, শ্রীপুর উপজেলা আমির মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান, শ্রীপুর পৌর আমির মাওলানা জাহাঙ্গীর কবির।
অনুষ্ঠানে শহীদ হওয়া হাফেজ শরিফুল, জাহাঙ্গীর আলম, সবুজ মিয়া, সিফাত উল্লাহ, কাওসার, আবু সুফিয়ান, রতন মিয়া ও আব্দুর রহমানের পরিবারকে নগদ দুই লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়।