Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুর আদালত সহায়ক কর্মচারীদের দক্ষতা উন্নয়নে কর্মশালা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুর আদালত সহায়ক কর্মচারীদের দক্ষতা উন্নয়নে কর্মশালা

November 12, 2024 07:25:05 PM   জেলা প্রতিনিধি
শরীয়তপুর আদালত সহায়ক কর্মচারীদের দক্ষতা উন্নয়নে কর্মশালা

শরীয়তপুরে আদালত সহায়ক কর্মচারীদের দক্ষতা উন্নয়ন নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এই কর্মশালা চলবে ১২, ১৩ ও ১৪ নভেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২য় তলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে শুরু হওয়া এই কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা জজ মো. আবুল বাশার মিঞা।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সোলায়মান বলেন, “আপনাদের কোয়ালিটি ডেভেলপ করতে হলে তিনটি মূল বিষয়ে মনোযোগ দিতে হবে। প্রথমত, আপনাকে সৎ হতে হবে, শুধু আদালতে চাকরি করার জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই সৎ হতে হবে। দ্বিতীয়ত, আপনাকে পরিশ্রমী হতে হবে, কাজ না করেই বেতন নেওয়া কখনোই সঠিক নয়, পরিশ্রমের মাধ্যমে অর্জিত বেতনই প্রকৃত হালাল। তৃতীয়ত, আপনাকে জ্ঞান অনুসন্ধানী হতে হবে, আইন-কানুন জানার পাশাপাশি মনের মাধুরি মিশিয়ে কাজ করতে হবে। এই তিনটি বিষয় আপনাদের প্রকৃত দক্ষতা অর্জনে সহায়তা করবে।”

এসময় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ নারীবও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল শেখ হাফিজুর রহমান, বিচারক মহিবুল হাসান, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাকিব হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তন্ময় গাইন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মরিয়ম আক্তার নিপা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লাভলী শীল ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার।