Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরিয়তপুরে কীর্তিনাশা নদীতে ভাসমান অবস্থায় কিশোরের লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরিয়তপুরে কীর্তিনাশা নদীতে ভাসমান অবস্থায় কিশোরের লাশ উদ্ধার

December 09, 2024 07:23:34 PM   উপজেলা প্রতিনিধি
শরিয়তপুরে কীর্তিনাশা নদীতে ভাসমান অবস্থায় কিশোরের লাশ উদ্ধার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীতে ভাসমান অবস্থায় মিরাজ মোল্লা (১৫) নামে এক বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে সুরেশ্বর নৌ পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) বিকালে নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পাঠান বাড়ি মাদ্রাসা সংলগ্ন নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সুরেশ্বর নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত মিরাজ মোল্লা বরিশালের বানারিপাড়া ইউনিয়নের বাসিন্দা মো. মিলন মোল্লার ছেলে। তিনি বালুবাহী বলগেটে শ্রমিক হিসেবে কাজ করতেন। জানা গেছে, গত তিন দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। তার সহকর্মীরা নড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছিলেন।

স্থানীয়রা জানান, মোক্তারেরচর এলাকায় কীর্তিনাশা নদীতে একটি অজ্ঞাত কিশোরের লাশ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে এবং পরবর্তীতে তা শনাক্ত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে সুরেশ্বর নৌ ফাঁড়ির পরিদর্শক আব্দুল জলিল বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।"