Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে আনসার ব্যাটালিয়ান সদস্যরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে আনসার ব্যাটালিয়ান সদস্যরা

August 15, 2024 07:15:25 PM   অনলাইন ডেস্ক
শরীয়তপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে আনসার ব্যাটালিয়ান সদস্যরা

 

শরীয়তপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে যেনো গাড়ি চলাচলে অসুবিধার কথা মাথায় রেখে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে আনসার ব্যাটালিয়ান সদস্যরা। মুখে বাঁশি ও হাতে লাঠির ইশারায় এ কাজ করতে দেখে বুঝার উপায় নেই তারা অপেশাদার ট্রাফিক নিয়ন্ত্রণ সদস্য।

ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি জেলার সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তার জন্যও কাজ করে যাচ্ছে আনসার সদস্যরা।

বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) সকাল থেকে শরীয়তপুর জেলা শহরের মনোহর মোড়, ধানুকা কলেজ, কোটের মোড়, সদর হাসপাতাল, চৌরঙ্গী মোড়,রাজগঞ্জ ব্রিজ, উত্তর বাজার, বাস স্ট্যান্ড, প্রেমতলা এলাকা ঘুরে দেখা যায় এ চিত্র।

জেলা কমান্ড্যান্ট মোঃ মইনুল ইসলাম দেশের পত্রকে জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খিলগাও সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষায় জেলা প্রসাশন ও পুলিশ সুপারের সাথে সমন্বয় করে ১০ জন ব্যাটালিয়ন আনসার এবং পিসি এপিসি সহ মোট ১২০ আনসার-ভিডিপির সদস্যরা ট্রাফিক কন্ট্রোলের জন্য ব্যস্ততম শহরের মোড়গুলোতে মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ মোতায়েন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সম্প্রতি আওয়ামী সরকার প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে শরীয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জনগণের পাশে থেকে দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় নিয়োজিত থাকবে।