
শরীয়তপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে যেনো গাড়ি চলাচলে অসুবিধার কথা মাথায় রেখে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে আনসার ব্যাটালিয়ান সদস্যরা। মুখে বাঁশি ও হাতে লাঠির ইশারায় এ কাজ করতে দেখে বুঝার উপায় নেই তারা অপেশাদার ট্রাফিক নিয়ন্ত্রণ সদস্য।
ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি জেলার সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তার জন্যও কাজ করে যাচ্ছে আনসার সদস্যরা।
বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) সকাল থেকে শরীয়তপুর জেলা শহরের মনোহর মোড়, ধানুকা কলেজ, কোটের মোড়, সদর হাসপাতাল, চৌরঙ্গী মোড়,রাজগঞ্জ ব্রিজ, উত্তর বাজার, বাস স্ট্যান্ড, প্রেমতলা এলাকা ঘুরে দেখা যায় এ চিত্র।
জেলা কমান্ড্যান্ট মোঃ মইনুল ইসলাম দেশের পত্রকে জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খিলগাও সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষায় জেলা প্রসাশন ও পুলিশ সুপারের সাথে সমন্বয় করে ১০ জন ব্যাটালিয়ন আনসার এবং পিসি এপিসি সহ মোট ১২০ আনসার-ভিডিপির সদস্যরা ট্রাফিক কন্ট্রোলের জন্য ব্যস্ততম শহরের মোড়গুলোতে মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ মোতায়েন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সম্প্রতি আওয়ামী সরকার প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে শরীয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জনগণের পাশে থেকে দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় নিয়োজিত থাকবে।