
শরীয়তপুর জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিনের সাথে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজন এবং নাগরিক সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ নভেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আগত ব্যক্তিরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং শরীয়তপুরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, খাল দখল, ড্রেজার দিয়ে জলাশয় ভরাট, কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি ইত্যাদি সমস্যা নবাগত জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেন, "আমি গতকাল যোগদান করেছি, বিসিএস ২৭তম ব্যাচের সদস্য। আজকে আমার দ্বিতীয় দিন। স্বল্প নোটিশে আপনারা সমবেত হয়েছেন, এতে আমার ভালো লাগছে। সরকারের নির্দেশিত কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি। শরীয়তপুর জেলার উন্নয়নের জন্য আমরা একসাথে কাজ করবো।"
তিনি আরও বলেন, "শরীয়তপুরের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক, যা উন্নয়নের পথে অন্তরায়। যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হলে অবকাঠামো, বিনিয়োগ, কর্মসংস্থান এবং জীবনমান উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই এই অবস্থা থেকে উত্তরণের জন্য একজোটে কাজ করার আহ্বান জানাই।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুধীজন ও নাগরিক সমাজের সদস্যরা।