
গাজীপুর সংবাদদাতা:
বড় ভাইয়ের খাবার খেয়ে ফেলা ও পড়া লেখায় অমনোযোগী হওয়ায় চার বছরের মাদ্রাসার শিক্ষার্থীকে কাপড় আয়রন করার মেশিন দিয়ে ছেকা দেয়ার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী শিশুটির নানা মোঃ রহমতুল্লাহ বাদী হয়ে গাজীপুর মহানগরের বাসন থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ মঙ্গলবার সকালে আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী- মাওলানা আরিফ বিল্লাহ কাশেমী(৩০) জামালপুরের বকশীগঞ্জ থানার বাট্টাজোর গ্রামের আঃ করিমের ছেলে। তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগড়া এলাকার জামিয়া ইসলামিয়া কাশিফুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক।
আহত শিশু মোঃ শাকিল (৪) তার পরিবাবের সাথে ভোগড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। এবং সে ওই মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র ছিল।
আহত শিশুর স্বজনরা জানান, শাকিল ও তার বড় ভাই জাকির(১০) ওই জামিয়া মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র। প্রায় ছয়মাস আগে তাদের দুই ভাইকে ধর্মীয় জ্ঞানলাভের জন্য মহানগরের ভোগড়া এলাকার জামিয়া ইসলামিয়া কাশিফুল গাজীপুর মাদ্রাসায় ভর্তি করা হয়। গেল বুধবার, পড়া লেখায় অমনোযোগী ও বড় ভাইয়ের খাবার খেয়ে ফেলাকে কেন্দ্র করে মাদ্রাসার প্রধান শিক্ষক শিশু শাকিলের হাতে ও কানে আয়রন মেশিন দিয়ে ছেকা দেয়। এতে শিশুটির হাত ও কানে জখম হয়।
বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সানোয়ার জাহান জাহান বলেন- এ ঘটনায় শিশু শাকিলের নানা থানায় বাদী হয়ে মামলা দায়ের করলে বাসন থানা পুলিশ আসামীকে গ্রেফতার করে।