Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে দিন-দুপুরে দু'টি দোকানে দুর্ধর্ষ চুরি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে দিন-দুপুরে দু'টি দোকানে দুর্ধর্ষ চুরি

September 04, 2022 09:45:54 AM  
শ্রীপুরে দিন-দুপুরে দু'টি দোকানে দুর্ধর্ষ চুরি

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুরে দিন- দুপুরে পৃথক দু'টি দোকানে তালা কেটে দুর্ধর্ষ চুরি হয়েছে। গত শুক্রবার দুপরে উপজেলার জৈনা বাজারে পান্না ষ্টোর এন্ড টেলিকম ও মা পোল্ট্রি কেয়ার নামক ২টি দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পান্না ষ্টোর স্বত্বাধিকারী আব্দুল পান্না বাদি হয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পান্না ষ্টোরের মালিক আব্দুল পান্না বলেন, গত শুক্রবার দুপুর ১টার দিকে দোকানে তালা লাগিয়ে আমার ছোট ভাই মেহেদী হাসান রকি বাসায় চলে যায় পরে ২টার দিকে দোকান খুলতে এসে দেখে অজ্ঞাত নামা চোরেরা দোকানের সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে নগদ (সাড়ে ৫লক্ষ টাকা)ক্যাশ ও টেলিকমের সামগ্রী সহ প্রায় ৬ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। তিনি আরো বলেন আমার এতদিনের কষ্টের জমানো সব সম্বল নিয়ে গেছে আমি সর্বস্বান্ত হয়ে গেছি। আমি প্রশাসনের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

অপরদিকে মা পোল্ট্রি কেয়ার নামক দোকানে সিসিটিভি ফুটেজ চোরদের ৬ জনের একটি চক্র মাস্ক পরে অভিনভ কায়দায় চুরি করতে দেখা যায়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জিন্নাহ জানান, আমরা দোকান পরিদর্শন করেছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।