
শ্রীপুর সংবাদদাতা:
মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণ প্রতিরোধে চালক ও হেলপার শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। গাজীপুর রিজিয়নের মাওনা হাইওয়ে থানা পুলিশ আয়োজনে রবিবার বেলা ১১টায় মাওনা উড়াল সেতুর নিচে সবুজ চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সভাপতিত্বে মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা সড়ক পরিবহন কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি ইমান আলী, সহ-সভাপতি আবুল পালোয়ান, সাংগঠনিক সম্পাদক বদরুদ্দীন, শ্রমিক নেতা মুজিবুর রহমান, জালাল উদ্দিন, আসিফ মোহাম্মদ জুয়েল, ফরিদ মিয়া, হাজ্বী মো. হারেজ উদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক, পরিবহন মালিক, চালক, সুশীল সমাজের প্রতিনিধিসহ শ্রমিক নেতৃবৃন্দ।