Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে শিক্ষা সফরের ভিডিও ষড়যন্ত্র বলে দাবি প্রধান শিক্ষকের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে শিক্ষা সফরের ভিডিও ষড়যন্ত্র বলে দাবি প্রধান শিক্ষকের

August 15, 2022 06:36:32 AM  
শ্রীপুরে শিক্ষা সফরের ভিডিও ষড়যন্ত্র বলে দাবি প্রধান শিক্ষকের

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ত্রিমোহনী বুজুর ঢালী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফরে আনন্দ করার আংশিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা চলছে।

এ ঘটনার পেছনের ঘটনা না জেনেই প্রচুর মন্তব্য করেছেন ফেসবুক ব্যবহারকারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ‘শিক্ষকের সাথে শিক্ষার্থীদের নাচানাচি’ শোক দিবসে এরকম নাচানাচি করার মন্তব্য ছড়িয়ে পড়েছে।

এসব ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আল আমিন। তিনি বলেন, শিক্ষা সফরের পূর্ব নির্ধারিত তারিখ ছিলো ২৮ জুলাই, কিন্তু অনিবার্য কারণে ৮ আগষ্ট প্রোগ্রাম করা হয়। ওই শিক্ষা সফরের ভিডিও কাটছাঁট করে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করেছে। এতে আমাদের প্রতিষ্ঠান ও শিক্ষক মন্ডলীসহ শিক্ষার্থীদের সম্মান ক্ষুন্ন হয়েছে। এসব বিষয়ে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. লুৎফর রহমান বলেন, আমাদের বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফরে অতীত ইতিহাসে এমন ঘটনা ঘটেনি, ফেসবুকের ভিডিও কাটছাঁট করে মানহানি করেছে। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে। আমরা সরকারের ঘোষিত সকল কর্মকাণ্ড সবোর্চ্চ গুরুত্ব সহকারে পালন করে থাকি।