
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ১৫০ পিস ইয়াবাসহ রাসেল মিয়া সুমন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে শ্রীপুর পৌরসভার মাধুখলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ।
আটককৃত রাসেল মিয়া উপজেলার লোহাগাছ গুচ্ছ গ্রাম এলাকার লোকমান মিয়ার ছেলে।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই নয়ন ভুঁইয়া বলেন, পৌরসভার মাধুখলা এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের মাধ্যমে মাদক কারবারীর অবস্থান নিশ্চিত করে সেই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।এসময় তার দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান বলেন, আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।