Date: May 13, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ষ্ট্যাম্প ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ষ্ট্যাম্প ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১

July 16, 2024 08:48:36 PM   উপজেলা প্রতিনিধি
ষ্ট্যাম্প ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
জমি বন্ধক রাখার অঙ্গিকার নামা (ষ্ট্যাম্প) ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মগল হোসেন নামের এক ব্যক্তি আহত হয়েছে। আহতকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে রবিবার বিকালের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চর ইটালুকান্দা গ্রামে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর আগে ইব্রাহিম আলী তার নিজ নামীয় ৪৫ শতক জমি ২ লক্ষ ৫০ হাজার টাকায় চুক্তিতে বন্ধক রাখেন মাদক সম্রাট মগল হোসেন এর কাছে। ইতোমধ্যে ইব্রাহিম আলী চুক্তি অনুযায়ী মগলের টাকা ফেরত দেন। কিন্ত মগলের কাছে থাকা চুক্তিনামা ষ্ট্যাম্পটি ইব্রাহিম এর কাছে ফেরত না দিয়ে নানা টালবাহানা করতে থাকে। জমির মালিক ইব্রাহিম আলী মারা যাওয়ার সুযোগে ষ্ট্যাম্প এর কথা অস্বীকার করেন মগল হোসেন। রবিবার ঘটনার দিন দুপুরের দিকে মৃত ইব্রাহিম এর ছেলে সুজন মিয়া মগলের কাছে ষ্ট্যাম্পটি ফেরত চান। এনিয়ে সুজন ও মগলের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় সংঘর্ষের রুপ নেয়। এতে মগল আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন। এবিষয়ে মগল বাদী হয়ে রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মগল হোসেন বলেন, আমার নৌকা নিয়ে বিজিবি বিভিন্ন সময়ে চোরাকারবারিদের মালামাল আটক করতেন। এনিয়ে কিছু চোরাকারবারি আমাকে সন্দেহ করে মারপিট করেন।

সুজন মিয়া বলেন, মুগল একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন থেকে এ ব্যবসা পরিচালনা করে আসছে। এলাকাবাসি বাধা দিলে ক্ষমতার দাপট দেখিয়ে সে বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে মারডাং সহ হয়রানি করে আসছে। আমার বাবা বন্দকি টাকা পরিশোধ করলেও সে আবারো টাকা দাবী করছে। টাকা না দিয়ে মাদক দিয়ে ধরে দেওয়ার হুমকি দেয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জানান, মগলের কাছে ষ্ট্যাম্প ফেরত না পাওয়ায় হাতাহাতি হয়। পরে সে সুজনদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাসানোর চেষ্টা করছে।