Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / সিআরএ সম্পাদক ও কলকাতা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সিআরএ সম্পাদক ও কলকাতা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ

January 15, 2025 06:58:09 PM   অনলাইন ডেস্ক
সিআরএ সম্পাদক ও কলকাতা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর এবং সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) কলকাতা প্রেসক্লাবে এই সাক্ষাৎ হয়। এতে দুই অঞ্চলের সাংবাদিকদের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। কলকাতা প্রেসক্লাবের নেতারা ভবিষ্যতে চট্টগ্রাম সফরের আগ্রহ প্রকাশ করেন।

গত ১১ জানুয়ারি শুরু হওয়া সফরে সিআরএ সভাপতি আরেফিন সোহাগ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।