
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর এবং সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) কলকাতা প্রেসক্লাবে এই সাক্ষাৎ হয়। এতে দুই অঞ্চলের সাংবাদিকদের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। কলকাতা প্রেসক্লাবের নেতারা ভবিষ্যতে চট্টগ্রাম সফরের আগ্রহ প্রকাশ করেন।
গত ১১ জানুয়ারি শুরু হওয়া সফরে সিআরএ সভাপতি আরেফিন সোহাগ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।