
প্রেস বিজ্ঞপ্তি:
পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন কলকাতা সফরে যাচ্ছেন। তাঁর অনুপস্থিতিতে সংগঠনের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের রাজু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। গত ১০ জানুয়ারি, সিআরএ সভাপতি আরেফিন সোহাগ এক বিবৃতিতে এই সিদ্ধান্ত হয়।
শনিবার (১১ জানুয়ারি) রাতে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরেফিন সোহাগের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। নগরীর দামপাড়া বাস টার্মিনালে আয়োজিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রাজু আহমেদ,
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক মো. শাকিল,
সহ দপ্তর সম্পাদক মো. রবিউল হোসেন, প্রচার সম্পাদক রুমেন চৌধুরী, সহ প্রচার সম্পাদক এম. আর. মিলন, দায়িত্বপ্রাপ্ত আব্দুল কাদের রাজু প্রমুখ।
জানা যায়, মো. আব্দুল কাদের রাজু শুরু থেকেই সিআরএ-তে সাংগঠনিক দায়িত্ব দক্ষতার সাথে পালন করে আসছেন। তিনি চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক সাঙ্গু-তে চার বছর ধরে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন। পাশাপাশি, একাধিক সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের সাথেও জড়িত।
সিআরএর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন কলকাতা সফরে কলকাতা প্রেস ক্লাবের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। এই সফর চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং কলকাতা প্রেস ক্লাবের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ এই সফর উপলক্ষে ১০ জানুয়ারি দেওয়া বিবৃতিতে সভাপতি আরেফিন সোহাগ বলেন, “আব্দুল কাদের রাজু তাঁর দায়িত্ব দক্ষতার সাথে পালন করবেন বলে আমি আশাবাদী।”