Date: May 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাছুম, সম্পাদক রফিকুল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাছুম, সম্পাদক রফিকুল

May 17, 2025 06:46:10 PM   অনলাইন ডেস্ক
আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাছুম, সম্পাদক রফিকুল

সদর সংবাদদাতা, নেত্রকোনা:
দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) অনুষ্ঠিত এ সম্মেলনে ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন মাছুম চৌধুরী (ছাতা প্রতীক) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম রফিক (মাছ প্রতীক)।

উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে মোট ৪৯৭ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মাছুম চৌধুরী ছাতা প্রতীকে ৩৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী খায়রুল কবীর তালুকদার চেয়ার প্রতীকে পান ১৫০ ভোট।

সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক মাছ প্রতীকে ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী খসরু আহমেদ (তালা প্রতীক) পান ১৫৪ ভোট এবং মুর্শেদ হাবিব ভূঁইয়া জুয়েল (ফুটবল প্রতীক) পান ৮০ ভোট।

দুপুর ১২টায় সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরিফুল আলম।

এছাড়া উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, আব্দুল ওয়াহাব আকন্দ, জেলা সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দীর্ঘদিন পর আয়োজিত এ সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।