
বগুড়া প্রতিনিধি:
বগুড়া-৭ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন বলেছেন, স্বাধীনতা বিরোধীরা যতই ষড়যন্ত্র করুক না কেন সব বাঁধা উপেক্ষ করে শেখ হাসিনা সরকারের দেশব্যাপি চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। বিদেশীদের কাছে নালিশ করে কোন লাভ হবেনা। দেশের মানুষ উন্নয়ন চায়।
শুক্রবার বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউনিয়ন পরিষদ চত্বরে আমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। সম্মেলনের উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি একেএম জিয়াউল হক জুয়েল।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু, আমরুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আবু জাফর সিদ্দিক রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক নুরুল আমিন শিশির, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পল্লী ওমর ফারুক। বিশেষ বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
আমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আপেল মাহমুদ নোমানের সভাপতিত্বে সম্মেলনে আমন্ত্রিত অতিথি ছিলেন ইনছান আলী, রবিউল ইসলাম, ওহাবুজ্জামান নাইম, আব্দুল্লাহ্ আল কুদ্দুস, একেএম ইজহারুল হক জিহাদ, জহুরুল ইসলাম রিপন, নাজমুল হাসান, লিটন শেখ, ইমরান হোসেন প্রমুখ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলন চলছিল।