Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সিংগাইরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সিংগাইরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

June 14, 2023 07:18:24 PM   উপজেলা প্রতিনিধি
সিংগাইরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মানিকগঞ্জ সংবাদদাতা:
মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রী বৃষ্টি আক্তার হত্যার দায়ে স্বামী মোঃ তারিকুল ইসলামকে পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারার অপরাধে দোষী সাব্যস্তক্রমে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

বুধবার (১৪ জুন) সকালে জেলা দায়রা জজ আদালতে সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমদ্দার উক্ত রায় ঘোষণা করেন।

উল্লেখ্য,সিংগাইর থানার মামলা নং-১৯(৩)২০, জি.আর.নং ৬৮/২০২০ এর ভিকটিম বৃষ্টি আক্তারকে তার স্বামী বিবাহের পর থেকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে যন্ত্রণা দিয়ে আসতেছিল।গত ০৭/০৩/২০২০ ইং সকালে স্থানীয় ও পরবর্তীতে আত্মীয়-স্বজনরা দেখতে পান বৃষ্টি আক্তারের লাশ পড়ে আছে।

উক্ত ঘটনায় রাষ্ট্রপক্ষে নিয়োজিত বিজ্ঞ পিপি অ্যাডভোকেট আব্দুস সালাম ও আসামীর পক্ষে এডভোকেট সাইফুল ইসলাম শহীদ যুক্তিতর্ক উপস্থাপন করেন।