Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / সাংগঠনিক ব্যবস্থা নিয়েও নেতাকর্মী নিয়ন্ত্রণে ‘হিমশিম’ খাচ্ছে বিএনপি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাংগঠনিক ব্যবস্থা নিয়েও নেতাকর্মী নিয়ন্ত্রণে ‘হিমশিম’ খাচ্ছে বিএনপি

October 12, 2024 07:32:20 PM   অনলাইন ডেস্ক
সাংগঠনিক ব্যবস্থা নিয়েও নেতাকর্মী নিয়ন্ত্রণে ‘হিমশিম’ খাচ্ছে বিএনপি

বাংলাদেশে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখতে ‘হিমশিম’ খাচ্ছে। গত দুই মাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটি থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত এক হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলটির সহযোগী সংগঠনগুলো, যেমন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মী বেআইনি কর্মকাণ্ডে জড়িত হওয়ায় এই ব্যবস্থা নিতে হয়েছে। চাঁদাবাজি, দখল, হামলা, এমনকি হত্যার অভিযোগও উঠেছে।

রাজনৈতিক বিশ্লেষক আব্দুল লতিফ মাসুম বলছেন, বিএনপি কিছু ঘটনায় ব্যবস্থা নিচ্ছে, যা ইতিবাচক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে ঘটনার ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে এবং যেকোনো ব্যক্তির নাম উঠলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত এক হাজারের বেশি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে ৪০০ নেতাকে বহিষ্কার করা হয়েছে।