Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সেঁজুতি মাদার্স ক্লাবের আয়োজনে 'বিশ্ব নারী দিবস' পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সেঁজুতি মাদার্স ক্লাবের আয়োজনে 'বিশ্ব নারী দিবস' পালিত

March 09, 2023 12:52:16 AM   দেশজুড়ে ডেস্ক
সেঁজুতি মাদার্স ক্লাবের আয়োজনে 'বিশ্ব নারী দিবস' পালিত

নালিতাবাড়ী সংবাদদাতা, শেরপুর:
নালিতাবাড়ীতে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।সেই ধারাবাহিকতায়  শেরপুর নালিতাবাড়ীতে পালিত হয়েছে বিশ্ব নারী দিবস।

বুধবার (৮ মার্চ)  সকালে  সেঁজুতি বিদ্যানিকেতন প্রাঙ্গণ হতে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

শোভাযাত্রা শেষে প্রিন্সিপাল মুনীরুজ্জামান এর সভাপতিত্বে  ৮ মার্চ বিশ্ব নারী দিবসের তাৎপর্য তোলে ধরে বক্তব্য উপস্থাপন করেন, প্রধান অতিথি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমত আরা আসমা।

বিশেষ অতিথি ছিলেন- নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নোহেলিকা দিব্রা,শিক্ষক নাজমুন নাহার, শিক্ষক মাহমুদুল আহসান লিটন প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক শাহাদত তালুকদার।