Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সৃজন আইডিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সৃজন আইডিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

August 05, 2023 09:38:31 PM   উপজেলা প্রতিনিধি
সৃজন আইডিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নেত্রকোনা সংবাদাতা:
সৃজন আইডিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৫ আগস্ট ২০২৩ইং) সকাল ১০ টায় নেত্রকোনা মোহনগঞ্জ আদর্শ নগর সৃজন আইডিয়াল হাই স্কুলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং সুয়াইর ইউনিয়নের  সুযোগ্য চেয়ারম্যান কামরুল হাসান সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আজিজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রিন্সিপাল আমিনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র অঞ্চলের বিশিষ্ট সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব নুরনবী চৌধুরী বিএসসি, মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলাল মিয়া, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব দুলাল ফারুক চৌধুরী, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব আ. হাই চৌধুরী।

উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষার্থী,শুভাকাঙ্ক্ষী ও সংবর্ধিত শিক্ষার্থী। অভিভাবকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরূপ ও দিকনির্দেশনা মুূলক বক্তব্য রাখেন অভিভাবক ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব নুরুল আলম জজমিয়া, অভিভাবক ও হাটনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পান্না আক্তার।