Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / সুনাগরিক তৈরিতে শিক্ষকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে : সিদ্দিক এমপি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সুনাগরিক তৈরিতে শিক্ষকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে : সিদ্দিক এমপি

January 28, 2024 01:26:32 AM   জেলা প্রতিনিধি
সুনাগরিক তৈরিতে শিক্ষকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে : সিদ্দিক এমপি

নাটোর প্রতিনিধি
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের পুন:নির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে সবার আগে দেশপ্রেমিক আদর্শ নাগরিক গড়ে তুলতে হবে। ছোট্ট সোনামণিদের সুশিক্ষিত, ভদ্র, সুশৃঙ্খল ও নির্লোভ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোসহ শিক্ষকদের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার যথাযথ ভূমিকা রাখছে। তাই দেশের প্রয়োজনে সুনাগরিক তৈরিতে শিক্ষকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি শনিবার দুপুরে বড়াইগ্রামের আগ্রাণ উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমিতির সভাপতি প্রধান শিক্ষক ওয়াসেক আলী সোনারের সভাপতিত্বে সভায় সমিতির বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসাবে চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভীন, মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল, সমিতির সহ-সভাপতি প্রধান শিক্ষক শামসুল ইসলাম শাহীন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক রেজাউল করিম ভুট্টু, সদ্য বিদায়ী শিক্ষক আতাউর রহমান ও শ্রী অনুপ কুমার বক্তব্য রাখেন।

সভায় প্রধান অতিথি বিগত বছরে মৃত্যুবরণকারী ও অবসরে যাওয়া ১৬ জন শিক্ষক-কর্মচারীর হাতে সমিতির পক্ষ থেকে মোট ৫ লাখ ৩৬ হাজার ৪শ’ টাকার অনুদানের চেক তুলে দেন। সভায় উপজেলার ৪২টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৭৮০ জন শিক্ষক-কর্মচারী অংশ নেন।