Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সন্তান নিয়ে পালিয়েছে স্বামী, ফিরে পেতে থানায় জিডি স্ত্রী’র - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সন্তান নিয়ে পালিয়েছে স্বামী, ফিরে পেতে থানায় জিডি স্ত্রী’র

July 02, 2023 06:36:42 PM   উপজেলা প্রতিনিধি
সন্তান নিয়ে পালিয়েছে স্বামী, ফিরে পেতে থানায় জিডি স্ত্রী’র

গাছা সংবাদদাতা, গাজীপুর:
ভালোবেসে দু’জনে বেঁধেছিলেন সুখের সংসার। সেখানে ঘর আলো করে আসে এক সন্তান। এই সন্তান জন্ম দেয়ার পরে চলছিল ভালোই তাদের সংসার। এভাবেই কেটে গেছে দশটি বছর। হঠাৎ কোন এক অজানা কারণে পালিয়ে বেড়াচ্ছে স্বামী। স্বামীকে না পেয়ে গত এক মাস ধরে থানায় ও আদালতে ঘুরছে যুবতী। একটাই আশা, হয়তো খোঁজ মিলবে স্বামীর। আবারও সেজে উঠবে সংসার। ঘটনাটি ঘটেছে কামারজুরীতে।

জানা যায়, গাজীপুরের কামারজুরী এলাকার মোস্তফা কামালের বাড়ির ভাড়াটিয়া বছর বাইশের সুলতানা। প্রতিবেশী বন্ধুর বাড়িতে আসা-যাওয়া করত যুবক। সেখান থেকেই দেখা, পাঠায় বিয়ের প্রস্তাব। টানা দুই বছর প্রেমের পর আইন মেনে বিয়ে করেন। বিয়ের পাঁচ বছর পর সন্তানের জন্ম হয়। স্ত্রী সন্তান নিয়ে ভালোই কাটছিল তাদের। দিপু খন্দকার-সুলতানার সুখের সংসার ছিল।

সুলতানা জানান, দিপু খন্দকার কাজ করত ডিজাইনের। সুলতানা কাজ করে গার্মেন্টসে। হঠাৎ মাস তিনেক আগে দিপু খন্দকার সুলতানাকে পাঁচ লাখ টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। তার মধ্যে ৪০ হাজার টাকা দিয়েছে সুলতানা। বলছে আমি আর দিতে পারব না। এই নিয়ে শুরু হয় তাদের মধ্যে কথা কাটাকাটি ঝগড়া। এরই এক পর্যায়ে গত একমাস আগে মেয়েকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে আর ফিরে আসেনি দিপু খন্দকার। দিপু খন্দকার তার নতুন নাম। বিয়ের পর সুলতানা জানতে পারে সে ছিল অমুসলিম, সুলতানার কথায় সে কোর্টের মাধ্যমে মুসলমান হয় পংকজ থেকে দীপু খন্দকার নামে পরিবর্তন হয়। কোথাও খোঁজ নেই তার। সুলতানা অনেক খোঁজাখুঁজির চেষ্টা করে, কিন্তু কোন খোঁজ মিলেনি। বন্ধ ফোন নাম্বারটিও। এরপর তিনি গাছা থানায় নিখোঁজ ডায়েরি করেন।

সুলতানা আরও জানান, দিপু খন্দকারের সাথে আইন মেনে বিয়ে হয়েছিল তার। কোনোদিন যে দিপু খন্দকার এমন ঘটনা ঘটাবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, সংসার আমাদের দুজনের উপার্জনে ভালোই চলছিল। হঠাৎ করে ৫ লক্ষ টাকা আমার কাছে চায়, তার মধ্যে আমি ৪০ হাজার টাকা দিয়েছি, কিন্তু তার উদ্দেশ্য এমন ছিল আমিতো কল্পনাও করতে পারিনি। দশ বছর পরে এসে এরকম ঘটনা ঘটাবে এটা কখনো কল্পনা করা যায় না।