Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / সন্তান প্রসবের পর মারা গেলেন সাফজয়ী ফুটবলার রাজিয়া - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সন্তান প্রসবের পর মারা গেলেন সাফজয়ী ফুটবলার রাজিয়া

March 14, 2024 04:48:34 PM   নিজস্ব প্রতিনিধি
সন্তান প্রসবের পর মারা গেলেন সাফজয়ী ফুটবলার রাজিয়া

সন্তান প্রসবের পর মারা গেছেন অনূর্ধ্ব-১৮ সাফজয়ী নারী ফুটবলার রাজিয়া খাতুন। বুধবার (১৩ মার্চ) রাতে একটি পুত্র সন্তানের জন্ম দেন এই নারী ফুটবলার। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার। সেই রক্তক্ষরণেই মারা যান তিনি।

এ ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রাব্বানী ছোটন। তিনি বলেন, 'খুব খারাপ লাগছে। রাজিয়া অত্যন্ত ভালো একজন মানুষ ছিল। খেলতোও দারুণ। আমি তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক। তার পরিবারকে ধৈর্য্যধারণ করার তৌফিক দিক।'

২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের সদস্য ছিলেন রাজিয়া।