Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / সেনবাগ কাদরা ইউনিয়নে পানিতে ডুবে শিশুর মৃত্য - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সেনবাগ কাদরা ইউনিয়নে পানিতে ডুবে শিশুর মৃত্য

January 29, 2024 02:24:26 PM   উপজেলা প্রতিনিধি
সেনবাগ কাদরা ইউনিয়নে পানিতে ডুবে শিশুর মৃত্য

রেজাউল করিম, উপজেলা প্রতিনিধি(সেনবাগ):
নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত নুশরাত জাহান (২) কাদরা ইউনিয়নের উত্তর কাদরা গ্রামের মজুমদার পাড়া এলাকার বাবুল মিয়ার মেয়ে।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কাদরা ইউনিয়নের উত্তর কাদরা গ্রামের মজুমদার পাড়া এলাকার মুকবুলের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। পরে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন বলেন, বিষয়টি নিহতের পরিবার পুলিশকে অবহিত করেনি।