Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সাবেক ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাবেক ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা

August 31, 2023 07:01:13 PM   জেলা প্রতিনিধি
সাবেক ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা

মেহেদী হাসান সুমন:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫০ লক্ষ টাকার অনুদান নিয়ে বিদেশ ভ্রমণ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) মিথ্যা প্রচারণার প্রতিবাদে ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে মেহেদী হাসান রনির বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত মেহেদী হাসান রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের আবু বক্করের ছেলে। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহা: জয়নাল আবেদিন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলার বাদী জানান, মির্জা ফখরুল ও তার স্ত্রী কখনো সরকারি অনুদানের চেক কখনো গ্রহণ করেন নাই।সরকারি অনুদানের চেক বিষয়ে ফেসবুকে মিথ্যা ও বানোয়াট প্রচারণা  করার কারণে  দেশ জাতি ও জনগণের কাছে হেয়প্রতিপন্ন সহ মহাসচিব ও তার স্ত্রীর ব্যাক্তিগত ও রাজনৈতিক সন্মান ক্ষুন্ন  হয়েছে এবং আনুমানিক ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে দন্ডবিধির ৫০০/৫০১ ধারায় মামলা রুজু করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট রমেশ কুমার দাগা মামলাটি আমলে নিয়েছেন।