
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি সনাতন ধর্মালম্বীদের মন্দির উন্নয়নের জন্য সরকারী বরাদ্ধকৃত অর্থের চেক বিতরণ করেছেন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সরিষাবাডী উপজেলা শাখা’র কার্যালয থেকে এ চেক বিতরণ করা হয়েছে।
এ সময় সরিষাবাডী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেযারম্যান জেলী আক্তার, এডভোকেট মতিউর রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি ও সাবেক চেযারম্যান আজমত আলী মাষ্টার, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সরিষাবাডী উপজেলা শাখা’র সভাপতি সনজিৎ প্রসাদ সাহা (জগ সাহা), সাধারন সম্পাদক দীপক কুমার সাহা, পৌর যুবলীগের সাধারন সম্পাদক সুমন চাকলাদার, পিংনা ইউনিযন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সেলিম আল মামুন, রেল স্টেশন রায়পাড়া গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের সভাপতি মহেন্দ্র রায়, মাইজবাড়ী কালী মন্দির সভাপতি পরিমল চন্দ্র সূত্রধর মাষ্টার প্রমুখ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।